Tuesday, April 12, 2011

অন্য রকম অভিনেত্রী জয়া আহসান এর এক্সক্লুসিভ ভিডিও

জয়া আহসান, অনেকেরই প্রিয় অভিনেত্রী। নাটকের প্রয়োজনে অভিনয় নিয়ে নানাবিধ এক্সপেরিমেন্ট চালিয়েছেন, এখনো চালিয়ে যাচ্ছেন। সচরাচর অভিনেত্রী জয়ার যে রুপে দেখেন, এই রুপ তার একটু ব্যতিক্রম। পাঞ্জাবীওয়ালা নাটক থেকে এই ভিডিও নেয়া হয়েছে । যেই নাটকে জয়া একজন যাত্রাদলের অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করেছিল।










ভিডিও টা কেমন লাগলো জানাবেন।

No comments:

Post a Comment