একেবারেই গড়পড়তা মানের জাদুকর সাই বাবাকে ঈশ্বর বানিয়ে ফেলেছিল আবাল জনতা। অবশ্য শুধু জনতা বলা ঠিক হলো না। কারণ দেশ-বিদেশের অনেক খ্যাতনামা ব্যক্তিও তার ভক্তের খাতায় নাম লেখাতে ব্যগ্র ছিলো। তার ঘনিষ্ঠ সান্নিধ্যে যেতে ব্যাকুল ছিলো তারা।
সাই বাবা এক্সপোজড নামের ব্লগে এক পাঠকের মন্তব্য মনে ধরলো খুব: "যতোদিন আমাদের মতো গর্দভেরা থাকবে এই দুনিয়ায়, ততোদিন থাকবে এই জাতীয় জোকারেরাও।"
ধর্মকারীর পাঠিকা অদিতি অন্তরা সাই বাবার ভণ্ডামির গুমর ফাঁক (গুমর ফাঁক ভাই, আপনেরে কিছু কই নাই) করা একটি ভিডিও পাঠিয়েছেন।
আমি ভাবি একটা মানুষের কি পরিমান আত্ম-বিশ্বাস আর ঘৃষ্টতা থাকলে পাবলিক প্লেসে এই ধরনের কাজ-কারবার দিনের পর দিন চালিয়ে যেতে পারে! আর এই সব বিশ্বাস করার মত আবাল এই যুগেই যদি এত থাকে তাহলে ধর্মগুলার শুরুর দিকে কেমন ছিল!
ReplyDeleteপি, সি সরকার কে চেন,,,?
ReplyDeleteপার্থক্য এইটুকু একজনের যাদু লৌকিক ভাবে দর্শন অন্য জনের অলৌকিক ভাবে!