Tuesday, March 29, 2011

সালমানের প্রেমের তরীতে পুরানো যাত্রী



ক্যাটরিনা কাইফের সাথে আর কোনো কাজ না করার সিদ্ধান্তের কথা সাফ জানিয়ে দিয়েছেন সালমান খান। ক্যাট রণবীরকে কাপুরকে প্রেমিক হিসেবে প্রকাশ্য ঘোষণা দেয়ার পর প্রচণ্ড চটেছেন সালমান খান।

টাইমস অব ইন্ডিয়া জানায়, ক্যাটের সঙ্গে সালমানের সম্পর্ক ভেঙ্গে গেলেও, এতোদিন চুপচাপই ছিলেন সাল্লু। কিন্তু এবারে তিনি সবাইকে বলে বেড়াচ্ছেন, ক্যাটের দ্যুতিময় ক্যারিয়ার গড়ে দেবার পেছনে কারিগরের ভূমিকা পালন করেছেন তিনি।

তবে এতোকিছুর পরও ক্যাটরিনা নাকি সালমানকে আপনজনই ভাবেন। সম্প্রতি সালমান সম্পর্কে ক্যাট বলেছেন, ‘আমাদের দুজনের সম্পর্ক এখনো আগের মতোই ভালো। আমি মনে করি, আমাদের এই সুসম্পর্ক আগামিতেও অটুট থাকবে।’

আর এদিকে শোনা যাচ্ছে, সালমানের প্রাক্তন প্রেমিকা সোমি আলি নাকি ফিরে এসেছেন এই ভগ্নহৃদয় তারকার জীবনে।

‘রেডি’ ছবির শুটিং শেষে সম্প্রতি ব্যাংকক থেকে নিজ দেশে ফিরেছেন সালমান। সেখানে ৪০দিন শুটিং করেছেন তিনি। আর এই পুরোটা সময়ই নাকি সালমানের সঙ্গে ছিলেন সোমি।

উল্লেখ্য, পাকিস্তানী মডেল ও অভিনেত্রী সোমি আলির সঙ্গে নব্বইয়ের দশকে কয়েক বছর চুটিয়ে প্রেম করেছেন সালমান। পরবর্তীতে তাদের ভালোবাসার বিশ্বাসের দেয়ালে চিড় ধরে। সোমির ইচ্ছার মূল্য না দিয়ে বারবার বিয়ে পেছানোর পাঁয়তারা করতে থাকেন সালমান। এক পর্যায়ে ভেঙ্গে যায় তাদের সম্পর্ক।

মূলত এই বিচ্ছেদের পর থেকেই সালমান ব্যর্থ প্রেমের রোলার কোস্টারে চেপে বসেন। একের পর এক প্রেমের সম্পর্কে জড়ান এবং প্রতিটি ক্ষেত্রেই অত্যন্ত সাফল্যের সঙ্গে ব্যর্থ হন।

সোমির সঙ্গে সম্পর্ক ভেঙ্গে গেলেও, তাদের ভেতর বন্ধুত্ব অটুট ছিলো। সম্পর্ক ভাঙ্গার পর যতোবার সালমান যুক্তরাষ্ট্র গিয়েছেন, ততোবারই সোমির সঙ্গে দেখা করেছেন। ২০০৮ সালে সালমানের ওয়ার্ল্ড ট্যুরের সময়ও তাদেরকে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে।

দেখা যাক লাভার বয় সালমান কাকে বিয়ে করেন।

Chaity Scandal (নতুন ভিডিও এসেছে )


শুনলাম উপস্থাপিকা নাদিরা নাছিম চৈতির অবৈধ সম্পর্কের নগ্ন ভিডিও প্রকাশ হয়েছে। আট মিনিট ১৩ সেকেন্ডের থ্রি জিপি ফরমেটের ভিডিওটি মোবাইল সেটে ধারণকৃত। ভিডিওচিত্রে অনেকটাই সাবলীল চৈতি। দেখে মনে হচ্ছে, স্বেচ্চায় তিনি নিজেই ভিডিওটি করিয়েছেন।



নগ্ন ভিডিও ক্লিপসটি এখন জনসাধারণের হাতে হাতে মোবাইল সেটের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইন্টারনেটেও পাওয়া যাচ্ছে ক্লিপসটি। তবে চৈতির স্বামী এ বিষয়ে কিছুই জানেন না। নিজের নগ্ন ভিডিও ক্লিপস প্রকাশের পরও চৈতি স্বাভাবিকভাবেই চলাফেরা করছেন।

অনেকেই বলছেন, মিডিয়ায় সুউচ্চ চূড়ায় আরোহণের অভিলাষে চৈতি স্বেচ্ছায় এ ক্লিপসটি তৈরি করে ছড়িয়ে দিয়েছেন।
চৈতি আবদুন নূর তুষারের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'শুভেচ্ছা'র মাধ্যমে উপস্থাপিকা হিসেবে কাজ শুরু করেন।